মীর মুগ্ধ স্কয়ারে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দিতে বগুড়া যাচ্ছেন স্নিগ্ধ

জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ রোববার (৯ নভেম্বর) বগুড়া-২ আসনের শিবগঞ্জে ছাত্র-জনতা সমাবেশে বক্তব্য দিতে যাচ্ছেন। সদ্য বিএনপিতে (BNP) যোগদানকারী এই তরুণ রাজনীতিক দুপুর আড়াইটার দিকে মহাস্থানে হজরত শাহ সুলতান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেল ৩টায় শহীদ মীর মুগ্ধ স্কয়ারে আয়োজিত সমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

রাজনীতিতে প্রবেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা

গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মীর স্নিগ্ধ। এরপর শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, “নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। আমি মনে করি, এই দলের সঙ্গে যুক্ত হয়ে তরুণদের নিয়ে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাব। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে এই সুযোগ কাজে লাগাতে চাই।”

মীর স্নিগ্ধ বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমার যমজ ভাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ উত্তরায় শহীদ হয়েছেন। উত্তরা-আজমপুর এলাকায় আমরা বড় হয়েছি, তাই উত্তরা কেন্দ্রিক আসনেই সবচেয়ে বেশি কাজ করার আগ্রহ আমার।” তিনি বলেন, “যদি দল মনে করে আমি কাজ করার যোগ্য, তাহলে আমি অবশ্যই এই আসনে কাজ করতে চাই।”

নির্বাচনের বিষয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী মনোভাব প্রকাশ করেন মীর স্নিগ্ধ। তিনি বলেন, “আমি আশা করি এবারের নির্বাচন হবে প্রতিযোগিতামূলক এবং ইতিবাচক। কোনো মারামারি বা হানাহানি নয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা হবে। দলীয় স্বার্থে প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে আমরা সবাই যেন একসাথে কাজ করতে পারি—এই আশাই করি।”

রাজনীতিতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শিবগঞ্জের ছাত্র-জনতার সমাবেশে তাঁর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *