“গণভোট প্রজেক্ট নির্বাচনী ষড়যন্ত্র”—জামায়াত ও সরকারকে একহাত নিলেন এমরান সালেহ প্রিন্স

বিএনপি (BNP)–র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শনিবার (৮ নভেম্বর) এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) ও আওয়ামী লীগকে একসূত্রে গেঁথে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “জামায়াতের আঙুল বাঁকা করে ঘি খাওয়ার চর্চা জাতি ১৯৭১ সালেই প্রত্যক্ষ করেছে।” এ সময় তিনি স্মরণ করান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নেতৃত্বে পাক বাহিনী ও রাজাকারদের মোকাবিলা করেই দেশ স্বাধীন হয়েছে।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজিত মিছিলপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও জনসমর্থনের ভয়ে নানা “নন ইস্যুকে” সামনে এনে নির্বাচনের পথ রুদ্ধ করতে চাচ্ছে। তিনি বলেন, “গণভোট ও জুলাই সনদ নিয়ে যারা সোরগোল তুলেছে, তারা এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের নামে একটি ‘নির্বাচন বানচাল প্রজেক্ট’ বাস্তবায়নে ব্যস্ত।”

এসময় তিনি আরও দাবি করেন, এই প্রজেক্টের পেছনে রয়েছে আন্তর্জাতিক আধিপত্যবাদের ইন্ধন, যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করা। তাঁর ভাষায়, “এই ষড়যন্ত্রে যারা যুক্ত হবে, জনগণ তাদের প্রতিহত করবে।” তিনি স্পষ্ট জানিয়ে দেন—গণভোট এবং সংসদ নির্বাচন একদিনে একসাথে না হলে, বিএনপি ও জনগণ তা মেনে নেবে না।

মনোনয়ন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ

সমাবেশে এমরান সালেহ প্রিন্স তাঁকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এবার দলের মনোনয়নপ্রাপ্তদের নির্বাচন, আন্দোলন এবং দলের প্রতি অবদানের ভিত্তিতে মনোনয়ন দেয়া হয়েছে।

তিনি সকল বিএনপি নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানান, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। “ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিন”—এই আহ্বান জানিয়ে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার কথা বলেন।

নতুন রাষ্ট্রব্যবস্থার অঙ্গীকার

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “বিএনপি জনগণের রায়ে বিজয়ী হয়ে দেশ ও জাতির কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নেবে।” সেইসঙ্গে মুক্তিযুদ্ধ, সিপাহী জনতার বিপ্লব ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

বর্ণাঢ্য মিছিল, নজর কাড়ল নারীদের অংশগ্রহণ

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়, যা ধোবাউড়া থানার রোড, ব্রিজ, ধান মহাল, বাজার, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। এই মিছিলে নারী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেওয়া স্লোগানে মিছিলটি এক পর্যায়ে নির্বাচনী মিছিলে রূপ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান, আবদুল ওয়াহেদ তালুকদার, মাহবুবুল আলম বাবুল, গাজিউর রহমান, জাকিরুল ইসলাম টোটন, হুমায়ূন কবীর, আবদুল মমিন শাহীনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *