গণঅধিকার পরিষদ (Gonodhikar Parishad) চেয়ারপারসন নুরুল হক নুর (Nurul Haque Nur) ঘোষণা দিয়েছেন, বিএনপি (BNP) চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia) যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেসব আসনে গণঅধিকার পরিষদ কোনও প্রার্থী দেবে না। ফলে দিনাজপুর-৩ (সদর) আসনে খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করায় ওই আসনেও দলটি প্রার্থী দেবে না বলে নিশ্চিত করেন নুর।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে’ শীর্ষক এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, “জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে এমন একটি ইতিবাচক রাজনৈতিক দৃষ্টান্ত তৈরি করতে হবে, যা ভবিষ্যতের রাষ্ট্র গঠনে একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করবে।”
তিনি আরও বলেন, “জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেব এবং অন্যান্য যারা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন—তাদের সম্মান জানিয়েই রাজনৈতিক দলগুলোকে উচিত এসব নেতৃবৃন্দের নির্বাচনী এলাকায় প্রার্থী না দেওয়া।”
উল্লেখযোগ্যভাবে, তিনি এখানে জোর দেন রাজনৈতিক সৌজন্য, ঐক্য এবং সম্মানের রাজনীতির প্রয়োজনীয়তার ওপর। তার মতে, এসব জাতীয় নেতা আগামী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যত নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এবং সে বিবেচনায় রাজনৈতিক দলগুলোকে এসব আসনে অংশগ্রহণ না করে সম্মান জানানো উচিত।
সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম, হানিফ খান সজিব, মাসুদ মোন্নাফ ও সোহাগ হোসেনসহ আরও অনেকে।


