রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে অংশ নিয়ে বলেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সমাবেশস্থলে পৌঁছলে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে তাকে বরণ করে নেয়। উপস্থিত জনতার মধ্যে আনন্দ আর আচ্ছাদিত প্রত্যাশার মিশ্র অনুভূতি দেখা যায়।
মীর স্নigd্ঘ (মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ) বলেন, পূণ্যভূমি শিবগঞ্জের মহাস্থানগড় থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। তিনি আরও বলেন, “খুনি শেখ হাসিনা (Hasina) আমার ভাইসহ দুই হাজার ভাই-বোনকে হত্যা করেছে। ২০ হাজার জনকে আহত করেছে।” স্নigd্ঘ বলেন, এ গুম-খুন ও জুলমের শিকার সবচেয়ে বেশি বিএনপি (Bangladesh Nationalist Party)। তিনি যোগ করেন, ছোট থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-র আপসহীনতা দেখে এসেছি এবং তার আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপিতে যোগ দিই।
স্নigd্ঘ আরও বলেন, তারেক রহমান (Tareq Rahman)-র ৩১ দফা বাস্তবায়নে দেশের সব তরুণ-যুবক, বিশেষ করে জুলাই যোদ্ধাসহ সব আন্দোলনশীল ছাত্র-জনতাকে একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করা হবে—এমন অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মীর শাহে আলম। তিনি বক্তব্যে উল্লেখ করেন, “বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি; এটা শহীদ মীর মুগ্ধের ভাই স্নigd্ঘ বিএনপিতে যোগ দেওয়ার মাধ্যমে আবারও প্রমাণ হলো।”
সমাবেশে উপস্থিত ছাত্র-জনতার আবেগ ও সঙ্গত প্রতিক্রিয়া ছিল স্পষ্ট; বহরভিত্তিক বরণ অভ্যর্থনা থেকে শুরু করে বক্তৃতার সময় উত্থাপিত স্লোগান—সবমিলিয়ে তা একটি শক্তিশালী রাজনৈতিক দলগত একাত্মতা ও প্রত্যয়ের চিহ্ন হয়ে দাঁড়ায়। উপজেলা ও পৌর বিএনপির আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কেও স্থানীয় নেতারা সন্তোষ প্রকাশ করেন। এই প্রতিষ্ঠিত ঐতিহাসিক বেদী থেকে মীর স্নigd্ঘের প্রথম রাজনৈতিক রূপায়ণ স্থানীয় রাজনীতিকে নতুন দিকনা প্রদান করেছে—এমনই দাবি সমাবেশে করা হয়।
খালেদা জিয়া (Khaleda Zia), বিএনপি (Bangladesh Nationalist Party), মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ (Mir Mahbubur Rahman Snigdho), মহাস্থানগড় (Mahasthan Gaur), শেখ হাসিনা (Hasina), তারেক রহমান (Tareq Rahman)


