অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan) জানিয়েছেন, তিনি ঢাকা থেকেই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন—এ বিষয়ে তার সিদ্ধান্ত এখন প্রায় নিশ্চিত। রবিবার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করার পর সাংবাদিকদের তিনি বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, তাই নিজের ভোটটাও ঢাকায় এনেছি। ভোটটা যেন অপচয় না হয়, সেটাই চেয়েছি। পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা রয়েছে। তাই যেখানে থাকব, সেখানেই ভোটার হওয়া যুক্তিযুক্ত।”
তিনি আরও বলেন, “আপনারা জানেন, নির্বাচন করার জন্য কোথায় ভোটার সেটা বড় বিষয় নয়। আপনি যদি দেশের নাগরিক ও নিবন্ধিত ভোটার হন, সেটাই যথেষ্ট।” স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, তিনি আগে থেকেই ভোটার হলেও পূর্ববর্তী কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি। তার ভাষায়, “আমি ভোটার হয়েছিলাম, কিন্তু ২০১৮ আর ২০২৪ সালের দুইটি নির্বাচনে ভোট দিতে পারিনি। তখন কেউই ভোট দিতে পারেনি। এবার যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।”
নির্বাচনে কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আসিফ মাহমুদ জানান, “এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার। পরে দেখা যাক কী হয়।”
উপদেষ্টা পরিষদ থেকে কবে পদত্যাগ করবেন—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “এটা নিশ্চিত যে আমি নির্বাচন করব। কিন্তু কখন পদত্যাগ করব, সেটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আলোচনা করে দ্রুতই আপনাদের জানাব।”
দলীয় প্রার্থী হওয়া বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “আমি কারও সঙ্গে কোনো আলোচনা করিনি। কোনো দল আসন ফাঁকা রাখল কি না, সেটাও আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত এককভাবে নিচ্ছি।”
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য সময় দিয়েছে। দলগুলো থেকে ফিডব্যাক পাওয়ার পরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাই এখন কিছু বলা যাচ্ছে না।”


