খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি : রবি চৌধুরী

প্রখ্যাত কণ্ঠশিল্পী রবি চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক কারণে তিনি সরকারি প্লট থেকে বঞ্চিত হয়েছেন। রবিবার রাজধানীর গুলশানের এক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “২০০৩ সালে বেগম খালেদা জিয়া-র সঙ্গে রাজনৈতিক সফরে আমি মায়ানমার গিয়েছিলাম। সেই সফরে অংশ নেয়ায় পরবর্তীতে আমাকে প্লট দেয়া হয়নি। ২০০৮ সালে আবেদন করলেও সেটি বাতিল করে দেয়া হয়।”

তিনি আরও বলেন, “আমার মতো অনেক শিল্পী রয়েছেন যারা রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। অনেক অযোগ্য মানুষ পুরস্কার পেয়েছে, যারা কোনোভাবেই প্রাপ্য নয়। রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে তারা এওয়ার্ড পেয়েছে। তবে যোগ্যরাও পুরস্কৃত হয়েছেন। যেমন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার, তিনি বিএনপি-র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবুও তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় আসন্ন ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’ উপলক্ষে। ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে উদযাপন করে আসছে। আয়োজনটি করে থাকে শো টাইম মিউজিক এন্ড প্লে

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এবারই প্রথম এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। আগামী ৯ জানুয়ারি রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২৬’-এর ২৫তম আসর, যা আয়োজনের সিলভার জুবিলি হিসেবে উদযাপিত হবে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ‘গোল্ডেন এইজ’, আর পাওয়ারড বাই ‘উৎসব গ্রুপ’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শো টাইম মিউজিক এন্ড প্লে-এর সিইও আলমগীর খান আলম ও ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির। এছাড়া শিল্পী রবি চৌধুরী, শওকত আলী ইমন, শাহনাজ বেলী এবং দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলমগীর খান আলম বলেন, “ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড সিলভার জুবিলি ২০২৬ শুধু একটি আয়োজন নয়, এটি আমাদের অনুভূতি, গর্ব এবং স্বপ্ন—যেখানে পুরো জাতি একসঙ্গে উদযাপন করবে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির জয়যাত্রা।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রায় সব তারকাই এ আয়োজনে অংশ নেবেন। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য—বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা, নতুন প্রতিভাকে অনুপ্রাণিত করা এবং ঢালিউডের ঐতিহ্যকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *