নারীরা ঘরে সময় দিলে সরকার থেকে সম্মান পাবে: ঘোষণা জামায়াত আমিরের

নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়ে নতুন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) আমির ডা. মফিকুর রহমান। সোমবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, নারীদের আট ঘণ্টার বদলে পাঁচ ঘণ্টা কাজের প্রস্তাবটি “বিবেচনা ছাড়া বলা হয়নি”। তার ভাষায়, “ক্ষমতায় গেলে আমরা নারীদের পাঁচ কর্মঘণ্টার নীতি বাস্তবায়ন করব।”

তিনি আরও জানান, যদি কোনো কোম্পানি এ কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে সরকার সেই কোম্পানিগুলোকে তিন ঘণ্টার সমপরিমাণ ভর্তুকি প্রদান করবে। একই সঙ্গে, কোনো নারী যদি কর্মক্ষেত্রে না গিয়ে পরিবারে সময় দেন, তাহলে সরকার তাদের “সম্মানিত করবে” বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

সমাবেশে তিনি সমাজের নৈতিক ও মূল্যবোধের অবক্ষয়ের কথাও উল্লেখ করেন। বলেন, “ঘুনেধরা সমাজের আমূল পরিবর্তন চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে একটা ঝাঁকুনি দরকার।” এই পরিবর্তনের যুদ্ধে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সোনালি সমাজ গড়ার স্বপ্ন দেখি, তার সারথী হবেন আপনারা।”

ডা. মফিকুর রহমান আরও প্রতিশ্রুতি দেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে শিশুদের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না। তার ভাষায়, “কোনো শিশু কোন পরিবারে জন্ম নিল, তার ভিত্তিতে বিভেদ করা হবে না। সব শিশুর সমান অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে জনগণের সমস্যা সমাধানে নাগরিকদের তার কাছে পয়সা খরচ করে যেতে হবে না। বরং তিনি নিজেই মানুষের কাছে যাবেন, সমস্যা অনুযায়ী অগ্রাধিকারভিত্তিতে সমাধান করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *