জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নয় : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট জানিয়েছেন, বহুল আলোচিত ‘জুলাই সনদ আদেশ’ বাস্তবায়নের আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “জুলাই সনদের আদেশ অবশ্যই ডক্টর ইউনুসকে দিতে হবে। পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে কোনো নির্বাচন নয়।”

সভায় হাসনাত আরও বলেন, এনসিপি গুন্ডা-পাণ্ডা নয়, বরং নিরীহ জনগণকে সঙ্গে নিয়ে নাহিদ ইসলাম-এর নেতৃত্বে আগামীর সরকার গঠন করবে। যারা মামলা বাণিজ্য আর চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে, তাদের সঙ্গে কোনো জোট নয়—এই বার্তাও তিনি স্পষ্টভাবে দেন। শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে হাইব্রিড নেতৃত্বে বিএনপি হাইজ্যাক হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “বিএনপির মনোনয়নে বঞ্চিত স্বচ্ছ ও ফ্রেশ ইমেজের নেতাদের জন্য এনসিপির দরজা খোলা। আমরা সবাইকে নিয়েই নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন সরকার গঠন করব।”

সংস্কারবাদীদের প্রতি আস্থা জানিয়ে হাসনাত বলেন, “যারা সংস্কারে বিশ্বাস করে, আমরা তাদের সঙ্গেই জোট করব। আর যাদের ইমেজ সংকটে, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো।”

চাঁদপুর জেলা এনসিপির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়কারী মাহবুব আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়াসহ অন্যান্য নেতারা।

সভাস্থল জেলা শিল্পকলা একাডেমি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতিতে। ‘শাপলা কলি’র স্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠানস্থল, যা এনসিপির নতুন উদ্যম ও ঐক্যের ইঙ্গিত দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *