“জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া ২০২৬-এর নির্বাচন নয়”: জামায়াতের শর্ত নিয়ে যা বললেন জিল্লুর রহমান

রাজনৈতিক বিশ্লেষক ও টকশো উপস্থাপক জিল্লুর রহমান (Zillur Rahman) বলেছেন, জুলাই বিপ্লবকে ঘিরে নির্বাচন পূর্ববর্তী রাজনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ সংকট তৈরি হয়েছে, যার নেতৃত্বে এখন রয়েছে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের একটি পর্বে এই বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন—”জুলাই বিপ্লবকে স্বীকৃতি না দেওয়ার চেষ্টা করেছে কে?”

জিল্লুর রহমান বলেন, জামায়াতের আমির শফিকুর রহমান (Shafiqur Rahman) স্পষ্টভাবে বলেছেন, ২০২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে ‘জুলাই বিপ্লব’কে স্বীকৃতি দিতে হবে। এ দাবি ঘিরেই রাজনীতিতে সৃষ্টি হয়েছে বিভক্তি। তিনি বলেন, “হ্যাঁ, আওয়ামী লীগ একভাবে অস্বীকার করার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ তারা স্বীকার করতেই হয়েছে যে একটি অভ্যুত্থান ঘটেছে এবং তাদের পতন ঘটেছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।”

জামায়াত এবং অন্যান্য দলের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে একটি গণভোটের মাধ্যমে। এই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া উচিত বলেই তারা মনে করে। জামায়াতের মতে, জুলাই বিপ্লব স্বীকৃতি না পেলে নির্বাচন হওয়ার সম্ভাবনাও নেই।

জিল্লুর রহমান বলেন, “তারা বলছে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাই। কিন্তু তার আগে গণভোট হতে হবে। অর্থাৎ ওই স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচনে যাওয়া যাবে না।”

এদিকে বিএনপি (BNP) বলছে, তারা গণভোটে রাজি, তবে সেটা যেন জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হয়। বিএনপির প্রস্তাবিত পদ্ধতিকে অনেকে আরও বেশি ‘বাস্তবসম্মত’ বলে মনে করছেন।

জিল্লুর রহমানের মতে, “জামায়াত বলছে যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। তারা নিজেরাই যেন ঠিক করে দিচ্ছেন নির্বাচন হবে কি হবে না। এটিই এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকেত।”

তবে তিনি বলেন, গণভোট নিয়ে মূল দ্বন্দ্ব তারিখ নিয়ে। মতাদর্শগত বিভাজন নয়, বরং কবে সেটা হবে, তা নিয়েই আছে সবচেয়ে বেশি মতবিরোধ। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও গণভোটে রাজি, কিন্তু সময়সূচি নিয়ে রয়েছে ভিন্নমত।

সবশেষে জিল্লুর রহমান বলেন, “গণভোটের প্রশ্নে সব দল একমত হলে এত তারিখ নিয়ে ‘আয়নাবাজি’ কেন? যদি সবার ঐকমত্য থাকে, তবে সময় নিয়েই দ্বন্দ্ব কেন থাকবে?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *