দিনাজপুর-৩: খালেদা জিয়ার মা-বাবা’র কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করল জেলা বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া (Khaleda Zia) দিনাজপুর-৩ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন—এই ঘোষণা আসার পর এবার আনুষ্ঠানিকভাবে তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করল দিনাজপুর জেলা বিএনপি। শুক্রবার দুপুরে ফরিদপুর কবরস্থানে বেগম জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় প্রচারণা কর্মসূচি।

কবর জিয়ারতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু বকর সিদ্দিক। সঙ্গে ছিলেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

কবর জিয়ারতের পর ফরিদপুর গোরস্থান মোড়ে শুরু হয় আনুষ্ঠানিক লিফলেট বিতরণ। জেলা বিএনপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ভোট চান এবং জনসাধারণকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, “চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শৈশব কেটেছে দিনাজপুরে। তিনি আজীবন দেশের জন্য আপসহীনভাবে লড়াই করেছেন। আমরা দিনাজপুরবাসী হিসেবে তাঁর প্রতি গর্বিত।” তিনি আরও বলেন, “মরহুম খুরশিদ জাহান হকের অবদানে দিনাজপুর মেডিক্যাল কলেজ, শিক্ষা বোর্ড, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নানা উন্নয়ন হয়েছে। কিন্তু গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনে দিনাজপুর সদর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।”

তিনি জানান, “আমরা সবাই একসঙ্গে কাজ করছি যাতে খালেদা জিয়া দিনাজপুর-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারেন।”

প্রসঙ্গত, দেশের নানা আসনে নির্বাচন করলেও এটি খালেদা জিয়া-র প্রথম প্রার্থীতা দিনাজপুর-৩ (সদর) আসনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *