দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আবারও রাজনীতির মাঠে প্রত্যাবর্তন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (Lutfozzaman Babar)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন রাজনীতিক হিসেবে রাজনীতিতে ফেরা, মনোনয়ন পাওয়া এবং নিজ নির্বাচনী এলাকায় গণসংবর্ধনা পাওয়া—সবকিছুই তাকে অভিভূত করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা নেত্রকোনার মদনে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনায় অভিষিক্ত করেন।
গণসমাবেশে আবেগভরা কণ্ঠে বাবর বলেন, “মৃত্যুদণ্ড থেকে ফিরে এসে মনোনয়ন পাব, এটা কখনো স্বপ্নেও ভাবিনি। এক বছর আগেও কল্পনা করিনি আবার নির্বাচনের মাঠে ফিরতে পারব। আজ এটা সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণেই।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। এই ঋণ আমার জীবনের বড় সম্পদ।” আবেগময় ভাষায় নিজের ফিরে আসাকে ‘আল্লাহর রহমত ও জনগণের আস্থার ফল’ হিসেবে উল্লেখ করেন তিনি।
বাবর কৃতজ্ঞতা জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর প্রতি। তাদের সিদ্ধান্ত ও সমর্থন তাকে নতুন করে রাজনৈতিক জীবনে ফিরতে সাহস দিয়েছে বলে জানান তিনি।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন। সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেত্রকোনার মদন যেন শুক্রবার সন্ধ্যায় পরিণত হয় এক আবেগঘন পুনর্মিলনীস্থলে, যেখানে একসময়ের বিতর্কিত রাজনীতিককে ঘিরে দেখা দেয় নতুন প্রত্যাবর্তনের আলো।


