জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হলেন সেই কারানির্যাতিত খাদিজাতুল কুবরা

আওয়ামী সরকারের সময়ে কারাবন্দি ও নির্যাতিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা (Khadijatul Kubra) এবার পেয়েছেন নতুন দায়িত্ব। জাতীয়তাবাদী ছাত্রদলের—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Bangladesh Jatiotabadi Chhatro Dal)—জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে তাকে মনোনীত করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (Md Jahangir Alam) স্বাক্ষরিত এক চিঠিতে খাদিজাতুল কুবরাকে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়। আলাদাভাবে তাকে উদ্দেশ্য করে আনুষ্ঠানিক নিয়োগপত্রও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে কুবরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন হিসেবেই তাকে যুগ্ম আহ্বায়ক দায়িত্বে আনা হয়েছে। কেন্দ্রীয় সংসদের বিশ্বাস—কুবরার মেধা, মনন ও সক্রিয় উপস্থিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমে নতুন গতি আনবে। চিঠিতে আরও জানানো হয়, এই নির্দেশনা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib) এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির (Nasir Uddin Nasir)।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় খাদিজাতুল কুবরা বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুধু জকসু নির্বাচন নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকতে চাই—এই প্রত্যয়ে আমি কাজ করে যাব।”

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *