মানবতাবিরোধী অপরাধ মামলার রায় উপলক্ষে ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of Bangladesh)।

রবিবার (১৬ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি জানান, ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকেই সেনা সদর দপ্তরে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারও একই মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠিয়েছিল। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েনও করা হয়েছিল।

বর্তমান সামগ্রিক পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতা বিবেচনায় ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা থেকেই নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চারটি জেলায় বিজিবিও মোতায়েন রয়েছে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (Asaduzzaman Khan) এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (Chowdhury Abdullah Al-Mamun)। এদের মধ্যে সাবেক আইজিপি মামুন আদালতে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *