যানবাহনে আগুন বা ককটেল নিক্ষেপে গুলির নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনারের বেতার বার্তা

যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি (Dhaka Metropolitan Police)-র কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (Sheikh Md Sajjat Ali)। রবিবার বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে পাঠানো এক বেতার বার্তায় তিনি এ কঠোর নির্দেশনা দেন বলে ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমকে দেওয়া মন্তব্যে কমিশনার সাজ্জাত আলী বলেন, “আমি ওয়্যারলেসে বলেছি—যে কেউ বাসে আগুন দেয়, ককটেল মেরে জীবন নেওয়ার চেষ্টা করে, তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।” পরিস্থিতির অবনতি ঠেকাতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।

সম্প্রতি চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদারেও একই ধরনের কঠোর অবস্থান দেখা গেছে। সেখানে আগ্নেয়াস্ত্র বহনকারী বা অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ—সিএমপি (Chattogram Metropolitan Police)-র কমিশনার হাসিব আজিজ (Hasib Aziz)। তার নির্দেশনাকে ঘিরে তখন দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *