ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা (South Keraniganj Thana) এলাকায় থানার ডাম্পিং অংশে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার (Sajedul Kabir Zowardar)। তিনি বলেন, রাত ১০টার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আগুনের ধরন ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ দেখে মনে হয়েছে—এটি পরিকল্পিত অগ্নিসংযোগ। আগুনে ডাম্পিংয়ে রাখা একটি লেগুনা সম্পূর্ণ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী নারী জানান, “থানায় পেছনের দিকে আগুন জ্বলে উঠলে আমি চিৎকার করি। ওই সময় দুইজনকে দৌড়ে পালাতে দেখেছি। অন্ধকার থাকায় চেনা যায়নি।”
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন (Mohammad Akhtar Hossain) অগ্নিকাণ্ডের ঘটনাটি স্বীকার করলেও তিনি দাবি করেন—আবর্জনার স্তুপ থেকেই আগুন লেগে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, আর পুলিশের দাবি—আবর্জনার আগুন,—এ দুই মতবিরোধে ঘটনাটিকে ঘিরে এলাকায় আলোচনার ঝড় উঠেছে।


