ধানমন্ডি ৩২ নম্বরে ফের বুলডোজার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আবারও পৌঁছেছে বুলডোজার। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুটি ট্রাকযোগে বুলডোজার সেখানে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুলডোজারের ওপর দাঁড়িয়ে কিছু তরুণকে স্লোগান দিতে দেখা গেছে। জায়গাটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব থাকায় এর প্রতিটি মুহূর্তই গণমাধ্যম ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছে।

ধানমন্ডি ৩২ নম্বর (Dhanmondi 32) এলাকাটির প্রবেশপথে এ সময় দেখা যায় সাঁজোয়া যান এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি থমথমে হলেও উপস্থিত তরুণদের স্লোগানে জায়গাটিতে টানটান উত্তেজনার সৃষ্টি হয়।

এ ঘটনার প্রেক্ষাপটে আবারও উঠে এসেছে অতীতের দুটি বড় ঘটনা। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি গুঁড়িয়ে দেয়। সেই সময় একটি এক্সকাভেটরও অংশ নেয় ওই অভিযানে। তবে সেই ঘটনারও আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বাড়িটি ছাত্রজনতার বিক্ষোভে আগুনে পুড়ে যায়।

ধানমন্ডি ৩২-এর এই বাড়িটি একসময় শেখ হাসিনা (Sheikh Hasina)-র পারিবারিক ঠিকানা হিসেবে পরিচিত ছিল। বর্তমান সময়ে জায়গাটি একটি রাজনৈতিক প্রতীক হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর থেকে।

এদিকে, আজই (সোমবার) ঘোষণা করা হচ্ছে জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়। এই রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষণা করেছে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি। ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল সীমিত এবং কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে—এমন আশঙ্কায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধানমন্ডি ৩২-এর দিকে এখন শুধু কৌতূহলী দৃষ্টিই নয়, নজর রয়েছে পুরো জাতির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *