বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মোরিয়ার্টি (James Moriarty) বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র জন্য আজকের রায়ের গুরুত্ব ‘বড় ধরনের’। তিনি মনে করেন, যদি হাসিনা দোষী সাব্যস্ত হন, কিছু সহিংসতা হতে পারে—তবে তা নিয়ন্ত্রিত থাকবে। আর যদি খালাস পান, সেক্ষেত্রে বড় ধরনের বিক্ষোভের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
সোমবার বিবিসি বাংলাকে দেওয়া এক মন্তব্যে মোরিয়ার্টি বলেন, “আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো দলের জন্য এত দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ছিল অভূতপূর্ব। এই সময়ে তারা সংবিধান পরিবর্তন করেছে, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করেছে, এবং একদলীয় শাসনের দিকে অগ্রসর হয়েছে।”
মোরিয়ার্টির মতে, “বর্তমান পরিস্থিতি পাল্টে যাচ্ছে, এবং এখন প্রশ্ন উঠছে—বাংলাদেশ ভবিষ্যতে কেমন রাষ্ট্র হতে যাচ্ছে? এ বিষয়ে এখনই তীব্র বিতর্ক শুরু হয়েছে।”
আওয়ামী লীগ ও এর নেতাদের উদ্দেশ্যে মোরিয়ার্টি বলেন, “তারা এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে। ভবিষ্যতের রাজনীতিতে তারা কী ভূমিকা রাখবে, সেটা তাদেরই নির্ধারণ করতে হবে।”
উল্লেখ্য, জেমস মোরিয়ার্টি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদকালে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে একাধিক উত্তাল সময় পার হয়েছে। আজকের রায় এবং এর প্রভাব নিয়ে তাঁর পর্যবেক্ষণ তাই কূটনৈতিক বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে।


