নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন পন্ডের হুমকি সজীব ওয়াজেদ জয়ের

পতিত শাসক দল বলে পরিচিত আওয়ামী লীগকে ঘিরে জারি থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা না উঠলে আগামী বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পণ্ড হয়ে যেতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed Joy)। ছাত্র–জনতার আন্দোলনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এমনটাই দাবি করে জয় বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকলে দলের কর্মী-সমর্থকের ক্ষোভ সহিংসতার দিকে যেতে পারে।

রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয়ের মন্তব্য

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানান, আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দলটির নেতা–কর্মীরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ ব্যাহত করতে পারে। তার ভাষ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা বহাল থাকলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এবং ক্ষেত্রবিশেষে সহিংসতা দেখা দেওয়ার ঝুঁকিও থেকে যাচ্ছে।

জয়কে উদ্ধৃত করে রয়টার্স জানায়—তিনি মনে করেন, নিষেধাজ্ঞার কারণে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে, আর এই অবস্থায় তাদের কর্মী–সমর্থকের মাঝে ক্ষোভ বাড়ছে।

মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার আগে সাক্ষাৎকার

জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার রায় ঘোষণার ঠিক আগে এই সাক্ষাৎকার দেন জয়। ওই মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে দাবি করেন জয়। তিনি বলেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং ‘রাষ্ট্রপ্রধানের মতো’ সম্মান দিচ্ছে। তার কথায়, “ওরা আমার মায়ের সঙ্গে কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।”

জয় আরও বলেন, তিনি বিশ্বাস করেন আদালতের কার্যক্রম অনুসারে শেখ হাসিনা মামলায় দোষী সাব্যস্ত হতে পারেন, এবং সেই সম্ভাব্য রায় সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করেন। রয়টার্সের ভাষ্য অনুযায়ী, জয় আশঙ্কা প্রকাশ করেছেন রায়ের পরিণতি আরও কঠোর হতে পারে।

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *