গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যাচাই করে শেয়ার করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি (Mizanur Rahman Azhari)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি এই বার্তা দেন।
আজহারি লেখেন, “মুসলিম কখনো গুজবের মাইক হয় না। তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার—অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ।”
পোস্টের কমেন্টবক্সে তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না। ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ।”
তিনি সতর্ক করেন, “অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ।”
ইসলামী এই বক্তা আরও লেখেন, “সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয়। তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে, প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারে কাছেও নেই।”
মিজানুর রহমান আজহারির এই বার্তাটি এমন এক সময় এলো, যখন গুজব ও অপপ্রচার ছড়ানোর প্রবণতা সামাজিক মাধ্যমে ক্রমেই উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক ইস্যুতে যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো প্রায় নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে একজন জনপ্রিয় ইসলামী বক্তার এমন সুস্পষ্ট অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।


