খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ঢাকায় রাষ্ট্রীয় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে (Shering Tobgay) আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি (BNP) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার (Begum Khaleda Zia) সঙ্গে সাক্ষাৎ করবেন। বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে, রাজনীতিবিদদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবেই খালেদা জিয়ার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

স্বাধীন বাংলাদেশকে প্রথম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ভুটানের সরকারপ্রধান শনিবার থেকে ঢাকায় রয়েছেন রাষ্ট্রীয় সফরে। সফরের প্রথম দিনেই তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করেছেন। ওই দিন রাতেই তার সম্মানে একটি রাজকীয় ভোজের আয়োজন করা হয়, যেখানে উপদেষ্টা পরিষদ, সামরিক-বেসামরিক আমলা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজ তার সফরের দ্বিতীয় দিন। সকাল থেকেই তার সূচি ব্যস্ততায় ঠাসা। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammed Shahabuddin)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। বিকালে তিনি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তার এই বৈঠকে বিএনপি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামি (Bangladesh Jamaat-e-Islami), এনসিপিসহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এরপর তিনি খালেদার সঙ্গে দেখা করতে যাবেন।

ভুটানের রাজনীতিতে সুপরিচিত নাম শেরিং তোবগে। প্রকৌশল বিদ্যায় পড়াশোনার পর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। দক্ষ, প্রাজ্ঞ ও উদার দৃষ্টিভঙ্গির এই নেতার এটিই বাংলাদেশ সফরের প্রথমবার নয়। তবে অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঢাকা সফর করলেও, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাননি। এ সফরে সেই সাক্ষাৎ অবশেষে বাস্তব হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *