রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia) বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকছেন। তার চিকিৎসায় যুক্ত সূত্র জানায়, হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়ে গেছে, যা চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে। এ কারণেই তাকে আইসিইউতে নিয়ে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে।
চিকিৎসা দলের একজন সদস্য জানান, আজও মেডিকেল বোর্ড বৈঠকে বসে রোগীর সর্বশেষ অবস্থা মূল্যায়ন করেছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে আরও ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও পুনরায় সম্পন্ন করা হয়েছে।
দলের পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (Prof. Dr. AZM Zahid Hossain) বলেন, মেডিকেল বোর্ড খুব গুরুত্ব দিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দিচ্ছে।
গতকাল রবিবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার পর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার (Prof. Shahabuddin Talukder)-এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
মেডিকেল বোর্ডের আরেক সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী (Prof. FM Siddiqui) সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে, পাশাপাশি তার পূর্ব-existing হার্টের সমস্যাও রয়েছে। সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় তার শ্বাসকষ্ট বেড়েছিল। হাসপাতালে নেওয়ার পর দ্রুত বিভিন্ন পরীক্ষা করা হয় এবং অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।


