বিএনপির মুক্তিযোদ্ধা প্রজন্ম কমিটি ঘোষণা, আহ্বায়ক ইশরাক হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের (Bangladesh Jatiyatabadi Muktijoddha Dal) তত্ত্বাবধানে গঠিত হলো নতুন কেন্দ্রীয় কমিটি—বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি, যার আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে (Ishraque Hossain)।

সোমবার (২৪ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের (Tarique Rahman) অনুমোদনে গঠিত এই আহ্বায়ক কমিটিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক, অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্য সচিব এবং ড. কে এম আই ইশকে সিনিয়র সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কমিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা, মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার আদায়ে ভূমিকা জোরদার করা এবং নীতি-নির্ধারণী কার্যক্রমে গতিময়তা আনার প্রত্যাশা করা হচ্ছে।

নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইশরাক হোসেন একাধারে বিএনপির একজন তরুণ মুখ এবং ঢাকার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংগঠিত করার মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতিকে নতুন মাত্রা দেওয়ার লক্ষ্যেই গঠন করা হয়েছে এই কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *