বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া (Shah AMS Kibria)-র ছেলে রেজা কিবরিয়া (Reza Kibria)। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিএনপিতে যোগ দেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।
রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দলটি ইতোমধ্যে ২২৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেও হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে, যা তার যোগদানের সময়োপযোগী ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
এর আগেও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির প্রতীকেই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রেজা কিবরিয়ার রাজনৈতিক পথচলা বেশ ঘটনাবহুল। ২০১৮ সালে তিনি গণফোরাম (Gano Forum)-এ যোগ দিয়ে অল্প সময়েই দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তবে তাকে ঘিরে বিভক্ত হয় দলটি। এরপর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর (Nurul Haque Nur)-এর সঙ্গে মিলে গঠন করেন গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)। সেখানে আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
কিন্তু এখানেও পুরনো দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে—দল বিভক্ত হয়। এরপর রেজা কিবরিয়া নেতৃত্ব দেন নতুন একটি দল ‘আমজনতার দল’-এর, যেখানে তিনি প্রতিষ্ঠাতা আহ্বায়কের ভূমিকা পালন করেন।
বারবার দল পরিবর্তন ও বিভক্তির মধ্য দিয়ে গেলেও রেজা কিবরিয়া দেশের রাজনীতিতে সক্রিয় থেকেছেন, বিশেষ করে বিরোধী রাজনৈতিক মঞ্চগুলোতে। তার বিএনপিতে যোগদানকে অনেকেই দেখছেন একটি কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে, যা আগামী নির্বাচনে তাকে আবারো মাঠে ফেরার সুযোগ দেবে।


