খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, কথা বলছেন মাঝেমধ্যে

চার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)। মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তরল খাবার খেতে পারছেন, মাঝে মাঝে কথা বলছেন পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে এবং ডাক্তারদের ডাকে সাড়া দিচ্ছেন। তবে স্থায়ী উন্নতির জন্য এখনও তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার সন্ধ্যায় বোর্ডের এক সদস্য বলেন, “উনার অবস্থা নতুন করে অবনতি হয়নি, আমরা এটিকে ইতিবাচক বলেই দেখছি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে, ডায়ালাইসিসও সম্পন্ন হয়েছে। কিছু পরীক্ষানিরীক্ষাও চলছে।”

এদিকে, আজ ঢাকায় আসছেন চীনের এক চিকিৎসক প্রতিনিধি দল। তাঁরা খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং পরামর্শ দেবেন বলে জানা গেছে। এছাড়া বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তুতিও চলছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে সিঙ্গাপুর বা লন্ডনের কোনো হাসপাতালে নেওয়া হতে পারে।

চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। এ বোর্ডে এবার যুক্ত হয়েছেন লন্ডনের সেই ক্লিনিকের এক বিশেষজ্ঞ, যেখানে চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়া চিকিৎসা নিয়েছিলেন। বোর্ডে দেশি ও বিদেশি চিকিৎসকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে প্রতিদিন নতুন করণীয় ঠিক করা হচ্ছে।

বিশেষ করে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার ছোট পুত্রবধূ এবং চিকিৎসক ডা. জোবাইদা রহমান (Dr. Zubaida Rahman)। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতাল ও মাউন্ট সিনাইসহ ইউকে, সৌদি আরব, সিঙ্গাপুর এবং চীনের চিকিৎসকরাও খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা পরিকল্পনায় যুক্ত রয়েছেন।

এদিকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত। বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূতের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ফুলের তোড়া ও বার্তা পৌঁছে দেয়। চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার এটি গ্রহণ করেন।

অন্যদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi)। তিনি বলেন, “ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছি, উনার অবস্থার অবনতি হয়নি। তবে বড় কোনো অগ্রগতি হয়েছে, এমনটাও বলা যাচ্ছে না—অবস্থা মূলত অপরিবর্তিত।”

তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন। তিনি গভীর উদ্বেগে সময় পার করছেন।”

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনা চলছে। গতকাল রাজধানীর পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এমনকি ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্তস্বরূপ শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণেও তার সুস্থতা কামনায় প্রার্থনা সভা আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের নজর এখন খালেদা জিয়ার চিকিৎসা ও সম্ভাব্য বিদেশে নেওয়ার সিদ্ধান্তের দিকে। আপাতত অবস্থা স্থিতিশীল হলেও পুরো চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *