রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউক (RAJUK)-এর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), তার বোন শেখ রেহানা (Sheikh Rehana) ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক (Tulip Siddiq)-এর বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক) (ACC)। চলতি বছরের ১৩ জানুয়ারি দুদক মামলাটি দায়ের করে, যেখানে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি হিসেবে নিজের প্রভাব খাটিয়ে টিউলিপ সিদ্দিক মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ আদায় করেন। প্রত্যেকে ১০ কাঠা করে প্লট পেয়েছেন। তবে মামলায় শুধুমাত্র শেখ রেহানার বরাদ্দ পাওয়া প্লটের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আজমিনা ও রাদওয়ানকে এই মামলায় আসামি করা না হলেও তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলায় অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় মোট ১৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল, যারা বিভিন্ন সময়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যুক্ত ছিলেন।
টিউলিপের এই সাজার ফলে তার ব্রিটিশ রাজনীতিতে অবস্থান নিয়ে জটিলতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও যুক্তরাজ্যে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ব্রিটিশ রাজনীতিতে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।


