সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফেরার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ইতোমধ্যে সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ফলে তিনি দেশে ফিরলে তাঁর সাথে আদরের সেই পোষা বিড়ালটিকে নিয়ে আসবেন কি-না তা নিয়ে জল্পনা ছড়াই নেটিজেনদের মাঝে।
এরইমধ্যে তারেক রহমানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেশে আসার জন্য পাসপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে আলোচিত সেই বিলাতি বিড়ালটি। যা থেকে সহজেই বোঝা যাচ্ছে, সপরিবারেই দেশে ফিরছেন তারেক রহমান। আর সঙ্গে নিয়ে আসছেন আদরের বিড়াল জিবুকেও।
বিভিন্ন সময় তারেক রহমানের বিড়ালের সাথে খুনসুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও বিড়ালের প্রতি ভালোবাসা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিভিন্ন সময় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পছন্দের প্রাণীর সাথে অসাধারণ মুহূর্ত কাটানোর কিছু ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। পশুর প্রতি ভালোবাসার এমন দৃশ্য মানুষের মনোযোগ কাড়ে। ফলে দলীয় নেতাকর্মী ও নেটিজেনদের মধ্যে বেশ পরিচিত ও আলোচিত হয়ে ওঠে বিড়ালটি।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর পোষা বিড়াল এবং প্রাণীপ্রেমের বিষয়ে কথা বলেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়ালসহ তাঁর ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গে তিনি হেসে বলেছিলেন যে, বিড়ালটি আসলে তাঁর মেয়ের বিড়াল। তবে, এখন এটি পরিবারের সবারই হয়ে গেছে এবং সবাই তাকে খুব আদর করেন।বিড়ালটির নাম তিনি জিবু বলেও উল্লেখ করেছিলেন।
ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি মনে করেন যে, আল্লাহ আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন, তাই তাঁর সৃষ্টি প্রাণী ও প্রকৃতি সবকিছুর প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। তিনি আরও বলেন যে, প্রকৃতি এবং এর ভারসাম্য না থাকলে মানুষের বেঁচে থাকা কষ্টকর।


