বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)–র শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)।
বিএনপির মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় জানানো হয়, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এসে পৌঁছান ড. ইউনূস। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) তাকে নিচতলায় স্বাগত জানান। এরপর ড. ইউনূসকে বিএনপি চেয়ারপারসনের কেবিনে নিয়ে যান দলের চিকিৎসক প্যানেলের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।
প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন এবং এই সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা প্রক্রিয়া ও সর্বশেষ উন্নয়ন সম্পর্কে খোঁজ নেন।
এর আগে মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দেশের সামরিক বাহিনীর তিন প্রধান—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waker-Uz-Zaman), নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান (Admiral M Nazmul Hassan) এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান (Air Chief Marshal Hasan Mahmood Khan)।
খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন শনাক্ত করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তার শারীরিক অবস্থা ‘সংকটজনক’। এরপর ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউ (CCU) তে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।


