খালেদা জিয়ার আরোগ্য কামনায় বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন

বিএনপি (BNP) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র দ্রুত আরোগ্য লাভের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (President Md. Shahabuddin)।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বঙ্গভবন (Bangabhaban) জামে মসজিদে রাষ্ট্রপতির উপস্থিতিতে এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এদিন জুমার নামাজ আদায় করেন বঙ্গভবনের মসজিদে। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট সচিবগণ, সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মচারীরা।

নামাজ শেষে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল কবির দোয়া পরিচালনা করেন। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণের জন্যও বিশেষ মোনাজাত করেন।

দোয়ায় রাষ্ট্রপতির পরিবারের সদস্যসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও অংশ নেন।

এদিকে, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস (Qatar Embassy)।

এই বিশেষ ফ্লাইটটি বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *