বিএনপি (BNP) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র অভ্যন্তরীণ রক্তক্ষরণ থামাতে সফলভাবে সম্পন্ন হয়েছে এন্ডোসকপি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য শুক্রবার (৫ ডিসেম্বর) জানান, বোর্ডের পরামর্শেই এই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং পর্যাপ্ত সতর্কতার মধ্য দিয়ে এটি পরিচালিত হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার স্টোমা থেকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল, যা এন্ডোসকপির মাধ্যমে বন্ধ করা গেছে। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় চিকিৎসক দল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চিকিৎসা দিয়েছেন।
প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। তার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলেই জানিয়েছেন বিএনপি নেতারা।
এদিকে, উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডন (London) নিতে কাতার সরকার নতুন করে ব্যবস্থা গ্রহণ করেছে। কাতারের আমিরের পক্ষ থেকে প্রথমে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর পরিকল্পনা থাকলেও কারিগরি জটিলতার কারণে সেটি বাতিল করতে হয়। পরে বিকল্প ব্যবস্থায় জার্মানভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে তা ঢাকায় পাঠানো হচ্ছে।
জানা গেছে, এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি জর্জিয়ার তিবলিসি থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে। চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে খালেদা জিয়াকে দ্রুততম সময়ের মধ্যে লন্ডনে নেওয়ার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতেও বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন।


