চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে স্থগিত হলো বেগম খালেদা জিয়ার (Begum Khaleda Zia) বিদেশ যাত্রা। আপাতত ঢাকায় আসছে না কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় ভাড়া নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি। জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ (FAI Aviation Group) তাদের স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে বিমান অবতরণের পূর্ব নির্ধারিত স্লট বাতিলের জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন আবেদনটি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ফলে, মঙ্গলবারের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে, এবং আপাতত খালেদা জিয়ার লন্ডন যাত্রা স্থগিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কাতার সরকারের সহযোগিতায় এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর অনুমতি পেয়েছিল। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিমানটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ এবং রাত ৯টার দিকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল। সিভিল এভিয়েশনের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) সূত্রে জানা যায়, বিমানটি ছিল বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি বিজনেস জেট, যেটি এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া হয়। এই মডেলের জেট দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য বহুল ব্যবহৃত হয় এবং ট্রান্সকন্টিনেন্টাল ফ্লাইট পরিচালনায় এর সক্ষমতা উচ্চমাত্রার। ঢাকা থেকে লন্ডনের মতো দীর্ঘ রুটে রোগী পরিবহনের জন্য এটি উপযুক্ত বলে বিবেচিত।


