ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে দেশে ঘৃণা, বিভাজন ও সহিংসতা ছড়াচ্ছে জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)—এমন গুরুতর অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP)। এনসিপির মতে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে, জামায়াত তা প্রত্যাখ্যান করে পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির ধারায় নতুন খেলোয়াড় হিসেবে ফিরে আসতে চাইছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানায় এনসিপি। দলটির সদস্যসচিব আখতার হোসেন (Akhtar Hossain)-এর বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানাতে গিয়ে এসব কথা বলা হয়। এনসিপির পক্ষে বিবৃতিটি গণমাধ্যমে পাঠান দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন (Mushfiq Us Saleheen)।
বিবৃতিতে এনসিপি বলছে, “আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে, সেটি নিশ্চিত করা প্রতিটি দলের দায়িত্ব। জামায়াতকে আমরা সত্য, শান্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, গত শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছিলেন, “নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, অথচ বিএনপি-জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার চেয়ে এগিয়ে যাবে, সেই প্রতিযোগিতায় নেমেছে।”
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার জামায়াতে ইসলামী এক বিবৃতি দিয়ে আখতার হোসেনের বক্তব্যকে ‘অসত্য, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করে। বিবৃতিতে বলা হয়, “একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও সস্তা রাজনীতির পরিচায়ক। আমরা আশা করি, তিনি তার বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ দেখাবেন।”
তবে জামায়াতের এ প্রতিক্রিয়াকে ‘বাস্তবতাবিবর্জিত’ বলে প্রত্যাখ্যান করেছে এনসিপি। দলটি জানায়, আখতার হোসেন যে বক্তব্য দিয়েছেন তা প্রমাণনির্ভর এবং ঘটনাভিত্তিক। বিবৃতিতে উল্লেখ করা হয়, “২৭ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় যে তুষার মণ্ডল গুলি চালিয়েছিলেন, তাকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। অস্ত্র ও গুলিসহ তাকে ধরা হয়েছে, যা পরিষ্কারভাবে সহিংস রাজনীতির প্রমাণ।”
এনসিপির দাবি, এমন বাস্তবতা সামনে থাকার পরও জামায়াত যদি অস্বীকার করে, তবে তা সত্য গোপনের অপচেষ্টা এবং রাজনৈতিক দায় এড়ানোর কৌশল ছাড়া কিছু নয়।


