ফেসবুক কমেন্টকে ঘিরে রূপগঞ্জে উত্তেজনা, গুলিবিদ্ধসহ আহত পাঁচ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ (Rupganj) উপজেলার তারাব অঞ্চলে একটি ফেসবুক পোস্টে আপত্তিকর কমেন্টকে ঘিরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ মোট পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান নিজেকে রূপগঞ্জ মানবাধিকার সংস্থা (Rupganj Human Rights Organization)-এর সদস্য হিসেবে উল্লেখ করে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেই পোস্টে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম মন্তব্য করেন—‘চুদলিং পং’। অপমানজনক এই শব্দ ব্যবহারকে কেন্দ্র করেই প্রথমে রাত ১১টার দিকে দুই তরুণের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কথাকাটাকাটি থেকে পরিস্থিতি চরমে উঠতে বেশি সময় লাগেনি। রাত ঘনিয়ে এলে রাত ২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র এবং হাতে থাকা পিস্তল নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চলে। ধস্তাধস্তির মধ্যে বরাব ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)-এ ভর্তি করান। ঘটনাস্থল থেকে পুলিশ ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

এদিকে সংঘর্ষে উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে রূপগঞ্জ থানা (Rupganj Police Station)-এর ওসি তরিকুল ইসলাম বলেন, ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে বলে তিনি জানান। ওসি আরও বলেন, “উভয় পক্ষেরই প্রায় পাঁচজন আহত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। দুই পক্ষের বিরুদ্ধেই মামলা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *