আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোট দিয়ে আর প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) (Anti-Corruption Commission) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন (Mohammad Abdul Momen)। তাঁর মতে, জনগণ যদি ভোটের মাধ্যমে এ ধরনের ব্যক্তিদের সরাসরি প্রত্যাখ্যান করে, তবে দেশের সার্বিক দুর্নীতির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন, যেখানে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান জানানোর বার্তা তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনই এখন বড় সুযোগ। তিনি জোর দিয়ে বলেন, “দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক মানুষকে নির্বাচিত করতে পারলে দেশের অবস্থা পাল্টে যাবে। দুর্নীতিবাজ-চাঁদাবাজদের জনগণ প্রত্যাখ্যান করলেই দুর্নীতি অনেকটাই কমে আসবে।”
তিনি আরও উল্লেখ করেন, সমাজের শিকড়-প্রোথিত দুর্নীতি নির্মূল করা সহজ নয়। তবে তরুণরাই এ লড়াইয়ে পরিবর্তনের শক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর ভাষায়, “দুর্নীতিবাজদের তো প্রতিদিনই উৎসব। কিন্তু আমরা যদি বছরে একদিনও ঐক্যবদ্ধ হই, তাদের লাগাম টানা সম্ভব।”
উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (UNCAC)–এ স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশও বিশ্বের আরও ১৯১টি দেশের সঙ্গে দিবসটি পালন করে আসছে। এ বছরের প্রতিপাদ্য— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।’
দিবসটি উপলক্ষ্যে এবারও রাজধানী ঢাকা ছাড়াও দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯৫টি উপজেলায় ব্যাপক কর্মসূচি আয়োজন করা হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা-উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতেও নানা আয়োজন চলছে। পাশাপাশি অংশ নিয়েছে পিকেএসএফসহ বিভিন্ন এনজিও।
দুদকের পাশাপাশি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে ঘিরে আলাদা কর্মসূচি হাতে নিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (Transparency International Bangladesh – TIB)। ২০০৭ সাল থেকে দুদক আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করলেও সরকারি উদ্যোগে এটি উদযাপন শুরু হয় ২০১৭ সালে।
বার্তা বাজার/এস এইচ


