উপদেষ্টারা পদে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না: নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট করে জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা রাষ্ট্রের অন্য কোনো পদে থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি তারা কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাতেও অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার (Anwarul Islam Sarkar)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে আনোয়ারুল ইসলাম সরকার জানান, “সরকারের উপদেষ্টা বা অন্য কোনো পদে থেকে কেউ নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। একইভাবে কেউ নির্বাচনি প্রচারেও অংশ নিতে পারবেন না।” তিনি আরও বলেন, “নির্বাচনি আচরণবিধি অনুযায়ী প্রচার করা না গেলে, প্রার্থী হওয়ার প্রশ্নই আসে না।”

নির্বাচনি প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, আসনবিন্যাস, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের প্রজ্ঞাপনসহ প্রায় ২০টির মতো পরিপত্র প্রস্তুত রাখা হয়েছে। তফসিল ঘোষণার পরই সেগুলো একে একে জারি করা হবে। একইসঙ্গে মোবাইল কোর্ট, বিচারিক ম্যাজিস্ট্রেট, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি এবং মনিটরিং সেল গঠনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

এদিকে, আরেক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ (Abdur Rahmanel Mashud) বলেছেন, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির আওতায় পড়ে না। সমান সুযোগের পরিবেশ তৈরির দায়িত্ব শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে।

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে নিষিদ্ধ দল বা স্থগিত কার্যক্রমের কোনো প্রতীক থাকবে না। এছাড়া, তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণও চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, আগামীকাল (১০ ডিসেম্বর) বুধবার দুপুরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে এবং ওইদিন সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে। সিইসির ভাষণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন কমিশনাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *