দেশজুড়ে নির্বাচনি উত্তাপ ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার—সিইসি এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin) এবং চার নির্বাচন কমিশনার। নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকে সামনে রেখে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় সিইসির ভাষণও।
ইসি সদস্য আব্দুর রহমানেল মাছউদ গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিশ্চিত করেন যে, বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে একই সন্ধ্যায় কিংবা প্রয়োজন হলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। তিনি জানান, তফসিল ঘোষণার ভাষণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সহযোগিতার আহ্বান জানাবেন সিইসি।
প্রচলিত রেওয়াজ অনুযায়ী, নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে এই আনুষ্ঠানিক সাক্ষাৎ নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সে ধারাবাহিকতায় আজ সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন বঙ্গভবনে যাবে।
এর আগে নির্বাচন সংশ্লিষ্ট সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে পুরো নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন আইন—আরপিও সংশোধন করে তার গেজেটও প্রকাশ করেছে ইসি, যা নির্বাচন প্রস্তুতির আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।


