গণঅধিকারে অস্থিরতা: রাশেদ খানের বিরুদ্ধে উচ্চতর পরিষদ সদস্যের অনাস্থা

গণঅধিকার পরিষদে অভ্যন্তরীণ টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান (Rashed Khan)-এর বিরুদ্ধে সরাসরি অনাস্থা জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের (Abduz Zaher)। বুধবার সংগঠনের সভাপতির কাছে পাঠানো আনুষ্ঠানিক এক চিঠিতে তিনি এই অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন এবং একই সঙ্গে রাশেদ খানের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দাবি করেন।

চিঠিতে আব্দুজ জাহের অভিযোগ করেন, রাশেদ খান দীর্ঘদিন ধরে দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্রের বাইরে গিয়ে কার্যক্রম পরিচালনা করছেন এবং অন্য রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত আছেন বলে তাঁর বিশ্বাস। এমন কর্মকাণ্ডে দলের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, ঐক্যের ভাঙন দেখা দিচ্ছে এবং গণঅধিকার পরিষদের মূল লক্ষ্য নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে আস্থাহীনতা তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাধারণ সম্পাদকের বর্তমান পদে রাশেদ খানের বহাল থাকা সংগঠনের সার্বিক অখণ্ডতা, ভবিষ্যত পরিকল্পনা এবং রাজনৈতিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ‘গুরুতর হুমকি’ হয়ে দাঁড়িয়েছে। তাই সংগঠনের গঠনতন্ত্র অনুসারে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অনাস্থা ঘোষণা এবং দলীয় দায়িত্ব থেকে অব্যাহতির দাবি জানানোই এখন জরুরি বলে মনে করেন আব্দুজ জাহের।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সংগঠনের সভাপতি, উচ্চতর পরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতি আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *