উপদেষ্টা পরিষদের দুই সদস্য আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি

পল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (Asif Mahmud Sojib Bhuiya) ও মাহফুজ আলম (Mahfuz Alam)-এর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের ব্যাপারে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে যুব অধিকার পরিষদ (Juba Odhikar Parishad)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে সংগঠনটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

এর আগে দুর্নীতি দমন কমিশনের সামনে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের গত ১৭ মাসের সম্পদের হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতা’র ব্যানারে এক প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, অভিযোগগুলোর স্বচ্ছ তদন্ত ছাড়া সংশ্লিষ্টদের কোনোরূপ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে জনগণের আস্থা আরও ক্ষুণ্ণ হবে।

সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন (Monjur Morshed Mamun) অভিযোগ করে বলেন, “দুর্নীতির গুরুতর অভিযোগ আমলে না নিয়েই তাদের যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তবে আমরা দুর্নীতি দমন কমিশন ঘেরাও করতে বাধ্য হবো।” তিনি দাবি করেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে উপদেষ্টাদের পরিবারের সদস্যরাও প্রভাব খাটিয়ে অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন বলেও অভিযোগ তোলেন তিনি।

মনজুর মোরশেদ মামুন আরও বলেন, এসব অভিযোগের সত্যতা নিরূপণে স্বাধীন তদন্ত প্রয়োজন, আর সে দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি দুর্নীতি দমন কমিশনের প্রতি। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারাও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission – ACC) যে সরকারই ক্ষমতায় থাকুক, কার্যত সেই সরকারের ছায়াতলে থেকেই কাজ করে, ফলে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না।

বার্তা বাজার/এস এইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *