ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর (Md. Abu Zafar)–এর সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ (Dhandeb Chandra Barman) অবশেষে আগের পদে পুনর্বহাল হয়েছেন। শোকজের জবাব সন্তোষজনক হওয়ায় তাঁকে ক্ষমা করে আগের দায়িত্বেই ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস (Brig Gen Golam Ferdous) স্বাক্ষরিত এক আদেশে ধনদেবকে তাঁর পুরোনো দায়িত্ব—ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ—পদে বহাল করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, ৬ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক (সার্জারি) ইনসিটু ধনদেব চন্দ্র বর্মণ ডিজির সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ’ করেন। ঘটনার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়।
পরে ধনদেব তাঁর আচরণের জন্য লিখিতভাবে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করবেন না বলে অঙ্গীকার করেন। কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো তাঁর জবাব পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। অধিদপ্তর সেই জবাবকে সন্তোষজনক বিবেচনা করে তাঁকে ক্ষমা প্রদর্শন করে।
চিঠিতে আরও বলা হয়, ডিজি ধনদেব চন্দ্র বর্মণকে আগের কর্মস্থলেই বহাল রাখার নির্দেশ দিয়েছেন। সে অনুসারে তাঁকে পুনরায় ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান (Muhammad Mainuddin Khan) নিশ্চিত করেছেন যে এই আদেশ গতকাল থেকেই কার্যকর হয়েছে।
নিজের প্রতিক্রিয়ায় ধনদেব চন্দ্র বর্মণ জানান, “কর্তৃপক্ষ আমাকে আগের পদে বহাল করেছে। আমি কাজ শুরু করেছি।”


