হ্যাঁ-না ভোটের ধারণা জনগণের কাছে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের ধারণাটি স্পষ্টভাবে বোঝানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ—এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা (Mahbuba Farzana)। তাঁর মতে, এই নতুন ভোটপ্রক্রিয়া সম্পর্কে সারাদেশে সঠিক ও কার্যকর ব্যাখ্যা পৌঁছে দিতে মাঠপর্যায়ের জনসংযোগ কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর।

তথ্য সচিব বলেন, সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছভাবে আয়োজনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সরকারের প্রচেষ্টায় সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।

গত ১৫ বছরের নির্বাচনী অভিজ্ঞতা অনেক নাগরিকের কাছে তিক্ত হয়ে আছে উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, মানুষকে আবারও ভোট ও নির্বাচনের প্রতি আগ্রহী করে তুলতে হবে। বিশেষ করে তরুণ ভোটার, নারী এবং অনগ্রসর অঞ্চলের জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা এখন বড় প্রয়োজন। তিনি মনে করেন, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের নতুন প্রক্রিয়া অনেকের কাছেই অচেনা—তাই এটি সহজ ভাষায়, বোধগম্য উপায়ে ব্যাখ্যা করতে হবে।

গুজব ও অপতথ্যের প্রসঙ্গ তুলে তথ্য সচিব বলেন, নির্বাচন ঘিরে ভুয়া তথ্যের বিস্তার ঠেকাতে তথ্য কর্মকর্তাদের আরও সতর্ক ও সক্রিয় হতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইন, বিধিনিষেধ ও নির্বাচনি নীতিমালা সম্পর্কে সবার পূর্ণ ধারণা থাকা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এবারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সারাদেশে প্রচার-প্রচারণার কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ৩০টি জেলায় সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *