‘অপমানিত’ বোধ করছি, আমি চলে যেতে আগ্রহী : সাহাবুদ্দিন,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াতে চান মোহাম্মদ সাহাবুদ্দিন (Mohammed Shahabuddin)। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স (Reuters)-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে নিজের অবস্থান নিয়ে তিনি চরম অপমানিত বোধ করছেন।

৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন বলেন, “আমি চলে যেতে আগ্রহী। আমি বেরিয়ে যেতে আগ্রহী।” ঢাকার সরকারি বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “নির্বাচনের আগ পর্যন্ত সংবিধান অনুসারে দায়িত্ব পালন করতেই হবে।” তবে তৎক্ষণাৎ সরে যেতে চাইলেও সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন বলেই উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত করে। তবে ২০২৪ সালের চব্বিশে গণ-অভ্যুত্থানের পর দেশজুড়ে রাজনৈতিক চিত্র পাল্টে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং সংসদ ভেঙে যাওয়ার পর রাষ্ট্রপতি পদটি কার্যত দেশের সর্বোচ্চ সাংবিধানিক অবস্থানে রূপ নেয়।

কিন্তু এরপর থেকেই প্রেসিডেন্টের সম্মান ও সাংবিধানিক মর্যাদা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সাহাবুদ্দিন জানান, ড. ইউনূস গত সাত মাস ধরে তাঁর সঙ্গে দেখা করেননি। তাঁর দপ্তরের প্রেস বিভাগও সরিয়ে ফেলা হয়েছে। সবচেয়ে অপমানজনক হিসেবে তিনি উল্লেখ করেন দূতাবাস ও কনস্যুলেটগুলো থেকে তাঁর প্রতিকৃতি রাতারাতি সরিয়ে ফেলার ঘটনাটি।

“সব দূতাবাস, হাইকমিশনে প্রেসিডেন্টের প্রতিকৃতি ছিল। এক রাতে সব সরিয়ে ফেলা হয়। এতে জনগণের মধ্যে ভুল বার্তা যায়—তারা ভাবতে শুরু করে প্রেসিডেন্ট হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে,” বলেন সাহাবুদ্দিন। তিনি এই ঘটনার পর প্রধান উপদেষ্টাকে চিঠি দেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।

এই বিষয়ে রয়টার্স জানতে চাইলে প্রধান উপদেষ্টার দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, এই সাক্ষাৎকারে সাহাবুদ্দিনের বক্তব্য স্পষ্ট করে দেয় যে, অন্তর্বর্তী সরকারে রাষ্ট্রপতির ভূমিকা এখন শুধুই আনুষ্ঠানিকতা। একই সঙ্গে এটি রাজনৈতিক টানাপড়েনের নতুন মাত্রা যুক্ত করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *