তপশিল ঘোষণার পর নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা প্রকাশ বিএনপির

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তপশিল ঘোষণা করেছেন। ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণার পরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)।
দলটি সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)।

তিনি বলেন, “তপশিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের।”
ইসিকে উদ্দেশ করে ফখরুল আরও মন্তব্য করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল দলকে নতুনভাবে আশ্বস্ত করেছে। তার ভাষায়, “নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল—তারা সবাই দেখিয়েছে যে তারা সত্যিকার অর্থে নির্বাচন চায়।”

তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে, আর সব প্রার্থীই এই নির্বাচনী প্রক্রিয়াকে উৎসবে পরিণত করবে।

জোটের অংশীদারদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সঙ্গেই তারা নির্বাচনে যাচ্ছে।
জনগণের ভোটাধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, *“নির্বাচন হবে না—এমন কোনো আশঙ্কা আমার নেই। আমরা নির্বাচন হবে কি হবে না—এ নিয়ে দ্বিধায় নেই। নির্বাচন হতেই হবে, তপশিলও ঘোষণা হয়েছে, এবং আমরা আশাবাদী নির্বাচন হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *