উপদেষ্টাদের দুই পদ শূন্যের পর নতুন দায়িত্ব বণ্টন—কার হাতে গেল কোন মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে দুই সদস্যের পদত্যাগের পর সরকারের ভেতরে দায়িত্ব পুনর্বণ্টনের প্রক্রিয়া দ্রুতই শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত একটি গেজেটে জানানো হয়, সদ্য শূন্য হওয়া তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে তিন উপদেষ্টার মাঝে বণ্টন করা হয়েছে।

গেজেট অনুযায়ী, পদত্যাগী মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এখন থেকে দেখভাল করবেন সৈয়দা রিজওয়ানা হাসান (Syeda Rizwana Hasan)। পরিবর্তনের এই ধাপে তার হাতে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় হস্তান্তরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, অপর পদত্যাগী উপদেষ্টা আসিফ মাহমুদের তত্ত্বাবধানে ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গেজেটে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক আসিফ নজরুলকে, আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

পরিষদের নতুন এই দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে শূন্য হওয়া মন্ত্রণালয়গুলোতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *