স্থগিত হলো শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক

যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্ধারিত বৈঠকটি শেষ মুহূর্তে স্থগিত করেছে বিএনপি। গুলশানের নির্ধারিত বৈঠকস্থলে বিভিন্ন দল সময়মতো পৌঁছাতে না পারায় বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি বলে জানান জোটের নেতারা। নতুন সূচি অনুযায়ী আগামী শনিবার দুপুর ১২টায় সব শরিক দলকে নিয়ে আলোচনা বৈঠক হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, গণ অধিকার পরিষদসহ আরও কয়েকটি দলের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা ছিল। উপস্থিত দলগুলোর নেতারা জানান, বৈঠকের প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত স্থগিত হওয়ার বিষয়টি তাদের现场েই জানানো হয়।

গণ অধিকার পরিষদের (Rashed Khan) সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আজ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর একটি বৈঠক ডাকা হয়েছিল। তবে অনিবার্য কারণ দেখিয়ে সেটি স্থগিত করা হয়। আমরা ভেবেছিলাম সন্ধ্যার পরই মিটিং শুরু হবে, সে কারণেই এখানে আসি। পরে এসে জানলাম, আজকের বৈঠক আর হচ্ছে না। পরবর্তীতে স্থগিতের কারণ জানানো হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০২২ সাল থেকে বিএনপির সঙ্গে ৪০টির বেশি দল মিলে যুগপৎ আন্দোলন করে আসছে। এই আন্দোলনের পথে আমরা অনেকেই জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই শরিক দলগুলোর প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেড়েছে। বিএনপি ইতোমধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, আমরাও দলগতভাবে প্রার্থী দিয়েছি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো—শরিক দলগুলোকে কতটি আসন বিএনপি ছেড়ে দেবে, সেটি নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। আমরা আশা করি বিএনপি ন্যায্যতার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেবে, যাতে সবাই সন্তুষ্ট থাকতে পারে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির (Saiful Haque) সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, ‘অনেক দল বৈঠকে আসতে না পারায় এটি স্থগিত করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় নতুন সময় নির্ধারণ করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে।’

এদিকে বিএনপি ইতোমধ্যে ২৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি রয়েছে মাত্র ২৮টি আসন। ঘোষিত আসনগুলোর মধ্যে কয়েকটিতে শরিক জোটের নেতারাও মনোনয়ন চাইছেন—যা নিয়ে জোটের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। জোটের একাধিক নেতা দাবি করছেন, ন্যায্যতার ভিত্তিতেই যেন শরিকদের জন্য আসন ছেড়ে দেয় বিএনপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *