আসিফ মাহমুদকে স্বাগত জানালো নুর

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক অঙ্গনে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আসিফ মাহমুদ। তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে নানা গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে গণঅধিকার পরিষদ (Gono Adhikar Parishad)-এ যোগদানের সম্ভাবনা। এই দলের নেতৃত্বে রয়েছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর (Nurul Haque Nur), যিনি নিজেই নিজের ফেসবুক পেজে আসিফকে স্বাগত জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

ফেসবুকে নুর লিখেছেন, “আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোন নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।” তিনি জানান, আসিফ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেননি, তবে শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারেন।

নুরের ভাষ্যমতে, “দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। কিন্তু সংগ্রামের অবদানে তার সে ভুল আমার কাছে তুচ্ছ।” তিনি আসিফকে রাজপথের রাজনীতিতে স্বাগত জানান।

এদিকে আসিফ মাহমুদ ইতোমধ্যেই জানিয়েছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন। যদিও তার প্রার্থীতা কোন দল থেকে হবে, তা এখনও নিশ্চিত নয়। এরই মধ্যে আলোচনায় রয়েছে মাহফুজ আলম (Mahfuz Alam)-এর অবস্থান, যিনি আরেক ছাত্রনেতা ও সাবেক উপদেষ্টা ছিলেন। তবে মাহফুজ এখনো তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত স্পষ্ট করেননি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন সাংবাদিকদের জানান, “আসিফ মাহমুদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। আমরা ইতিবাচক। তিনি যদি যোগ দিতে চান, আমরা তাকে সম্মানজনক পদে দেখতে আগ্রহী। কারণ, আমরা আগে একসঙ্গে আন্দোলন করেছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসিফ মাহমুদের মত তরুণ ও রাজপথের নেতা কোনো দলে যোগ দিলে সেটি দলের সাংগঠনিক ও জনসম্পৃক্ততার দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে, এমন একজন মুখ গণঅধিকার পরিষদের মতো বিকল্পধারার রাজনীতিতে শক্তি যোগ করতে পারে।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আলোচনা রাজনৈতিক মহলে শুধু কৌতূহলই বাড়াচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *