দলীয় প্রতীকেই নির্বাচন, জোটগত প্রতীক ব্যবস্থার বিএনপি’র রিট হাইকোর্টে খারিজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও প্রতিটি দলকে নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে—এই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের রুল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে জোট করলেও একক প্রতীক ব্যবহার করে নির্বাচন করার আর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব (Fatema Najib) ও বিচারপতি ফাতেমা আনোয়ার (Fatema Anwar)-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, বর্তমান আইনের আওতায় জোটগত নির্বাচন করলেও দলগুলোর স্ব স্ব প্রতীকে নির্বাচন করার বিধানই বহাল থাকবে। অর্থাৎ, কোনো জোট একক প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারবে না।

এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী কৌশল পুনর্বিবেচনার প্রয়োজন হতে পারে। বিশেষ করে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো যারা আসন্ন নির্বাচন সামনে রেখে জোটগত অংশগ্রহণের কথা ভাবছিল, তাদের জন্য এটি একটি তাৎপর্যপূর্ণ রায়।

আইনজীবীরা বলেন, নির্বাচন কমিশনের প্রণীত বিধান অনুযায়ী, দলগুলো জোট করতে পারলেও প্রতীক ব্যবহারের ক্ষেত্রে এককভাবে প্রতিটি দলকে নির্বাচন করতে হবে। হাইকোর্ট সেই বিধানকেই বহাল রেখেছে।

রায়ের পরিপ্রেক্ষিতে অনেকে মনে করছেন, এটি আসন ভাগাভাগি ও শরিকদের সঙ্গে সমন্বয় জটিলতা আরও বাড়িয়ে দিতে পারে। কারণ, অনেক শরিক দল ছোট হওয়ায় নিজ নিজ প্রতীকে ভোটে অংশ নিলে ভোট বিভাজনের আশঙ্কা থেকেই যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *