বাংলাদেশে ফিরে নিজ হাতে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবেন তারেক রহমান (Tarique Rahman)—এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury)।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
আমীর খসরু বলেন, “তারেক রহমান অবশ্যই খুব দ্রুত দেশে ফিরবেন এবং নিজ হাতে মনোনয়নপত্র জমা দেবেন। জাতির প্রত্যাশা তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন।”
তিনি আরও বলেন, “জাতি আমাদের সঙ্গে আছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ নয়, এ সংগ্রাম বাঁচা-মরার। এটা শুধু বিএনপির নয়, গোটা বাংলাদেশের, গণতন্ত্রের এবং ভবিষ্যৎ দেশ গড়ার লড়াই।”
বক্তব্যে তিনি তুলে ধরেন বিএনপির গণতান্ত্রিক আদর্শ ও অতীত ভূমিকা। বলেন, “আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমাদের ঘরে ঘরে গিয়ে শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।”
সভায় চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরীর নোবেল এবং নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরবেন বলে নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।


