গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি (Sharif Osman Bin Hadi)-এর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান (Brigadier General Md. Asaduzzaman) জানান, অস্ত্রোপচারের পর হাদিকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলযোগে এসে একদল দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পরপরই তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (Muhammad Talebur Rahman) জানান, “বেলা ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় তিনটি মোটরসাইকেলে করে এসে হামলাকারীরা গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।”
হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই হাদির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ঢামেকের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, “তাকে দ্রুত সিপিআর দেওয়া হয় এবং সাময়িকভাবে রক্তচাপ স্থিতিশীল করা সম্ভব হয়। তবে তার অবস্থা তখনও আশঙ্কাজনক ছিল।”
পরবর্তীতে অপারেশনে দেখা যায়, তার মাথার ডান দিক দিয়ে একটি গুলি ঢুকে নিচের দিক দিয়ে বের হয়ে গেছে। মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি, তবে ব্রেনের ভিতরের রক্তপাত সফলভাবে বন্ধ করা সম্ভব হয়েছে।
ঢামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, “তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল ছিল। আমরা প্রয়োজনীয় সব চিকিৎসা দিয়েছি এবং লাইফ সাপোর্টে রেখেছিলাম। এখন তার আরও উন্নত পর্যবেক্ষণের প্রয়োজন হওয়ায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”


