রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ হয়েছেন শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi), ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বিজয়নগরের কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় তাকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।
ঘটনার পরপরই হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ (Dr. Moshtak Ahmed) জানান, “তার মাথায় গুলি লেগেছে এবং বর্তমানে তিনি কোমায় রয়েছেন। অবস্থাটি অত্যন্ত গুরুতর।”
এ ঘটনায় রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হাদির ঘনিষ্ঠজন ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী (Mostofa Sarwar Farooki) তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “গণহত্যার দায়ে কনভিকটেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদী।”
তিনি আরও লেখেন, “এর আগে হাদী বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনো নিশ্চিত না কে বা কারা এটা ঘটিয়েছে, কিন্তু যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে। গেট ওয়েল সুন, হাদী। গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনায়। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না।”
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ (Harun Or Rashid) সাংবাদিকদের বলেন, “আমরা শুনেছি বিজয়নগরে হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। তারা নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।”
প্রাথমিকভাবে গুলিবর্ষণের উদ্দেশ্য ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে হামলাটি নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ও নানা জল্পনা তৈরি হয়েছে।


