“হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন”

গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi)-এর অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। তার মস্তিষ্কের কাণ্ড ‘ব্রেন স্টেম’-এ আঘাত লাগায় চিকিৎসকরা একে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে উল্লেখ করছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের শারীরিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান (Dr. Sayedur Rahman)।

তিনি বলেন, “বাম কানের ওপর দিয়ে ঢুকে গুলিটি ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল। আগামী ৭২ ঘণ্টা হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।”

চিকিৎসকদের ভাষ্যমতে, এই অবস্থায় কোনো ধরনের নতুন চিকিৎসা হস্তক্ষেপ বা ‘ইন্টারভেনশন’ সম্ভব নয়। আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে হাদিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

ডা. সায়েদুর জানান, “রোগী এখনো জীবিত এবং তার শরীরে সাইন অব লাইফ দেখা যাচ্ছে। অপারেশনের সময় তার নিজের শ্বাস নেওয়ার কিছু প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। তবে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।”

চিকিৎসার শুরু থেকেই হাদির শারীরিক পরিস্থিতি নানা জটিলতায় ঘেরা। অপারেশনের আগে তিনি শকে চলে যান, পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় নাক ও গলা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। যদিও সেই রক্তক্ষরণ আপাতত নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেষ পর্যন্ত এই ৭২ ঘণ্টা পার হওয়াই হবে তার জীবনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ডা. সায়েদুর বলেন, “পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *