গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi)। তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। এই অবস্থায় তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর স্ত্রী ডা. জুবাইদা রহমান (Dr. Zubaida Rahman)।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে হাদির ছোট ভাই ওমর এবং ছোট বোনের সঙ্গে দেখা করেন ডা. জুবাইদা রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং চিকিৎসক ডা. আমানুল্লাহ।

এদিকে, হামলাকারীদের বিষয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিবিসি বাংলার (BBC Bangla) একটি প্রতিবেদনে ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামার বরাত দিয়ে জানানো হয়, যেসব দুর্বৃত্ত হাদিকে গুলি করেছে, তারা প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল।

ওসামা জানান, “মোটরসাইকেলে করে আসা দুই জনের মধ্যে একজন হাদিকে গুলি করে। তারা আমাদের সঙ্গে কাজ করছিল, কিছুদিন গা ঢাকা দিয়েছিল, পরে আবার ফিরে আসে।”

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীও সক্রিয় হয়ে উঠেছে। পুলিশ ও র‍্যাব সদস্যরা আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন কর্মকর্তা জানান, তারা সব তথ্য যাচাই করে দেখছেন এবং সম্ভাব্য অভ্যন্তরীণ জড়িতদের খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় হাদি গুলিবিদ্ধ হন। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় পরে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *